করোনার তৃতীয় ঢেউ রুখতে তৎপর চম্পাসারি এসজেডিএ মার্কেট কমিটি  

শিলিগুড়ি, ১৯ জুলাইঃ করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কায় রয়েছে গোটা দেশ।এই পরিস্থিতিতে সংক্রমণ রুখতে এবং মার্কেটের সুরক্ষা ব্যবস্থা নিয়ে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে চম্পাসারি এসজেডিএ মার্কেট কমিটি।


আজ শিলিগুড়ির মহকুমাশাসকের সঙ্গে চম্পাসারি এসজেডিএ মার্কেট কমিটির একটি বৈঠক হয়।এদিনের বৈঠকে বাজারের সুরক্ষাব্যবস্থা নিয়ে আলোচনা করা হয়।মার্কেটের স্যানিটাইজেশন ও প্লাস্টিকের ব্যবহার বন্ধ করার বিষয়েও আলোচনা হয়।

এদিন মহকুমাশাসকের উপস্থিতিতে মার্কেট কমিটির তরফে ব্যবসায়ীদের মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করা হয় এবং ব্যবসায়ীদের সচেতনও করা হয়।


চম্পাসারি এসজেডিএ মার্কেট কমিটির সদস্য মদন ভট্টাচার্য বলেন, সংক্রমণ রুখতে আগামীতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হবে।আজকের বৈঠকে মহকুমাশাসক তাদের সবরকমভাবে সহায়তা করার আশ্বাস দিয়েছেন।করোনার তৃতীয় ঢেউ রুখতে সমস্ত ব্যবসায়ীরাও পাশে রয়েছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *