জলপাইগুড়ি,২৮ জুলাইঃ করোনার তৃতীয় ঢেউ রুখতে তৎপর জলপাইগুড়ি পৌরসভা ও জেলা প্রশাসন।এবার থেকে শহরের প্রতিটি টোটোতে দেখা যাবে ‘মাস্ক পড়ুন,যানবহনে উঠুন’ লেখা স্টিকার।টোটো চালক সহ সাধারণ মানুষকে সচেতন করতেই এমন উদ্যোগ বলে জানা গিয়েছে।
জলপাইগুড়ি পৌরসভার চেয়ারপার্সন পাপিয়া পাল বলেন, আমরা করোনার তৃতীয় ঢেউয়ের সামনে দাড়িয়ে আছি।তার আগে সচেতনতা বৃদ্ধিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এদিনের কর্মসূচিতে জলপাইগুড়ি সদর ট্রাফিক ওসি বাপ্পা সাহা সহ পৌরসভার অন্যান্য আধিকারিকেরা উপস্থিত ছিলেন।