শিলিগুড়ি,১৯ মার্চঃ একদিকে করোনা ভাইরাসের আতঙ্ক, অন্যদিকে খাদ্যসঙ্কটের আতঙ্ক।আপাতত এমন আতঙ্কের মধ্যে দিন কাটছে সাধারণ মানুষের।
ইতিমধ্যেই বাজারে বেশকিছু নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়তে শুরু করেছে। বাজারের এই মূল্যবৃদ্ধি এবং সাধারণ মানুষের মধ্যে যে আতঙ্ক ছড়াচ্ছে তা নিয়ন্ত্রনে আনতে এদিন খাদ্যদফতরে ডেপুটেশন জমা দিল ভারতীয় জনতা পার্টি। তাদের দাবি, যারা বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসগুলি মজুত করে রাখে তারা যেন কোনোভাবেই এই অবস্থায় জিনিসের মূল্যবৃদ্ধি না করতে পারে। অবিলম্বে একটি টাস্কফোর্স তৈরি করে সমস্ত বাজারে জিনিসের মূল্য খতিয়ে দেখা হোক।
খাদ্যদফতরের তরফে জানানো হয়েছে উর্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলে বিষয়টি তারা খতিয়ে দেখবেন।