ইসলামপুর,১৯ জুলাইঃ করোনার জেরে বাইরে থেকে ব্যাপারি না আসায় এবং গাড়ি ভাড়া বৃদ্ধির কারণে ভালো বাজার পাচ্ছে না উত্তরবঙ্গের আনারস চাষিরা।লোকসানের মুখে চাষিরা।
একসময়ে উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর এবং দার্জিলিং জেলার আনারস পাড়ি দিত দেশব্যাপী।বিশেষ করে উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের এবং দার্জিলিং জেলার ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগরের আনারস এই সময়ে সারাদেশব্যাপী রপ্তানি হতো। সবার মুখে উঠতো চোপড়া ও বিধান নগরের সুস্বাদু আনারস । তাই বাজারও ভাল পেত এবং দামও ভাল পেত আনারস চাষিরা । কিন্তু করোনার কারণে এবার সেই আনারস উৎপাদনকারী চাষিরা মুখ থুবড়ে পড়েছেন।
আনারস চাষি মকসুদ জানান , করোনার কারণে এবার বাইরে থেকে তেমন ব্যাপারী না আসায় নয় দশ টাকা কিলো হিসেবে আনারস বেচতে হচ্ছে । এই দামে কোনরকম শুধু খরচটাই উঠে আসে । লাভের মুখ তেমন দেখা যায় না।
আরও এক আনারস ব্যবসায়ী কামালউদ্দিন জানান, একদিকে করোনার কারণে বাইরের পাইকার নেই, তার উপরে চাহিদাও তেমন নেই। এছাড়াও বাইরে নিয়ে যেতে গাড়ি ভাড়া অনেক বেড়ে যাওয়ায় সমস্যা তৈরি হয়েছে।