শিলিগুড়ি,২৭ মেঃ করোনার জন্য রিলিফ ফান্ড খুলল শিলিগুড়ি পুরনিগমের প্রশাসকমণ্ডলী।বৃহস্পতিবার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান গৌতম দেব সাংবাদিক বৈঠক করে বলেন, এই রিলিফ ফান্ডে মানুষ যা অর্থ সহায়তা করবেন তা পুরোপুরি শহরের অসহায় মানুষদের প্রয়োজনে ব্যবহৃত হবে।করোনা আক্রান্ত হয়ে যারা মারা গিয়েছেন তাদের পরিবারকেও আর্থিক সাহায্য করা হবে।
এদিন তিনি তার পুরনো কাউন্সিলর ভাতা ১ লক্ষ ৫৭ হাজার টাকা ওই ফান্ডে জমা দেন।এছাড়াও ব্যক্তিগতভাবে সেই রিলিফ ফান্ডে আরও ১১ হাজার টাকা তুলে দেন।পাশাপাশি অক্সিজেন কনসেনট্রেটরও তুলে দেন পুরনিগমের হাতে।অক্সিজেন কনসেনট্রেটরটি রবীন্দ্র মঞ্চে রাখা হবে এবং শিলিগুড়ি পুরনিগম থেকে সেটিকে মনিটর করা হবে বলে জানান গৌতম দেব।