শিলিগুড়ি,৪ মেঃ করোনার থাবায় সঙ্কটে স্বর্ণশিল্প এবং তার সঙ্গে যুক্ত থাকা কর্মীরা।দেশের স্বর্ণশিল্পীদের সিংহভাগ আবার এ রাজ্যের।লকডাউনে চাকরি হারানোর ভয়ে দিন কাটাচ্ছেন তাঁরা।
৪১ দিন ধরে ঘর বন্দী রয়েছে স্বর্ণ কর্মীরা।সংসার চালানো দায় হয়ে পড়েছে তাদের।স্বর্ণ কর্মচারী সুকমল দাস জানান, লকডাউন এর জেরে বিগত দেড় মাস ধরে ঘরে বসে রয়েছেন তারা।যা জমানো টাকা ছিল তা থেকেই সংসার চলছে কিন্তু জমানো টাকা শেষ হয়ে গেলে সংসার চলবে কি করে।এই চিন্তায় আপাতত ভাবাচ্ছে।
অপর এক কর্মী জানান,যা টাকা জমানো ছিল সব শেষ হয়ে গেছে এখন ধার দেনা করে চলছে সংসার চলছে।