করোনা আতঙ্কে ত্রস্ত গোটা বিশ্ব। ভারতেও বেশকয়েকজনের করোনায় আক্রান্তের খবর মিলেছে। এরইমধ্যেই সিকিমে বিদেশী নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি হয়েছে। ভুটানে মিলেছে আক্রান্তের খবর। ভুটানের ড্রুকএয়ার লাইন্স বিবৃতি দিয়ে জানিয়েছে ২ সপ্তাহের জন্য বিদেশী নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা থাকছে। এদিকে সেখানে ২ জার্মান পর্যটক করোনা সন্দেহে ভর্তি হলেও পরীক্ষার পর দেখা গিয়েছে তাদের শরীরে করোনা ভাইরাস নেই।
অন্যদিকে শুক্রবার সকাল থেকে শিলিগুড়ির এসএনটি বাসস্ট্যাণ্ডে সিকিম যাওয়ার জন্য ভিড় করেছিলেন প্রচুর বাংলাদেশী, ভুটানের পর্যটক। কিন্তু সিকিম যাওয়ার ছাড়পত্র মেলেনি। যেকারণেই অনেকেই গন্তব্য পাল্টে দার্জিলিং যাচ্ছেন। কার্যত সকাল থেকে অনেকটা ফাকা এসএনটি বাসস্ট্যান্ড। সিকিমগামী বাসেও যাত্রীর সংখ্যা কম। এদিকে শিলিগুড়িতে অনেককেই মুখে মাস্ক লাগিয়ে ঘুরতে দেখা যাচ্ছে।