কোচবিহার,৬ এপ্রিলঃ করোনার সংক্রমন রুখতে ভিন রাজ্য থেকে আসা মানুষদের হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দিয়েছে সরকার।তাই এলাকার ভিন রাজ্য ফেরতদের জন্য জঙ্গলের ধারে গাছের ওপর মাচা বেঁধে কোয়ারেন্টিন সেন্টার তৈরি করলেন গ্রামবাসীরাই।ঘটনাটি কোচবিহার জেলার মেখলিগঞ্জ ব্লকের জামালদহ ফরেস্ট সংলগ্ন এলাকার।
গ্রামবাসীদের কথায়, সরকারের নির্দেশের পরেও কেউ হোম কোয়ারেন্টিনে থাকতে রাজি হচ্ছে না।এলাকার যে সকল লোকজন ভিন রাজ্যে শ্রমিকের কাজ করতে গিয়েছিল তাদের অনেকেই জ্বর সর্দি নিয়ে বাড়ি ফিরেছে।লক ডাউনকে উপেক্ষা করে অনেকে ভিন রাজ্য থেকে বাড়ি ফিরে অসুস্থতা নিয়েও বিনা কারনে হাঁটে বাজারে ঘুরে বেড়াচ্ছে বলে অভিযোগ।এতে করোনার সংক্রমন ছড়িয়ে পড়ে বড়ো কোনো সমস্যা তৈরী হতে পারে।তাই সেই সমস্ত ভিনরাজ্য ফেরতদের চিহ্নিত করে লোকালয় থেকে একটু দূরে ফরেস্ট সংলগ্ন এলাকায় গাছের ওপরে মাচা তৈরি করে তাদেরকে সেখানে রাখার সিদ্ধান্ত নেয় এলাকাবাসী।
এলাকার যেসমস্ত লোকজন ভিন রাজ্য থেকে ফিরছে তাদের এলাকায় প্রবেশ করতে না দিয়ে এখানে থাকা খাওয়ার ব্যাবস্থা করে দেওয়া হচ্ছে গ্রামবাসীদের তরফে।এমনকি লক ডাউন উঠে গেলে আবারও অনেকে বাড়ি ফিরবে।তাই আরও এরকম কোয়ারেন্টিন সেন্টার তৈরির সিদ্ধান্ত নিয়েছেন তারা। ভিন রাজ্য থেকে এলাকায় কে প্রবেশ করছে সে নিয়ে নজরদারি চালাচ্ছে এলাকার বাসিন্দারাই।