শিলিগুড়ি,১৬ সেপ্টেম্বরঃ শিলিগুড়ি পুরনিগমের উদ্যোগে এবং স্বাস্থ্য দপ্তরের সহযোগিতায় শিলিগুড়ির বিভিন্ন কলেজগুলিতে করোনা টিকাকরণ শিবিরের আয়োজন করা হচ্ছে।বৃহস্পতিবার মুন্সি প্রেমচাঁদ কলেজে টিকাকরণ শিবিরের আয়োজন করা হয়।
এদিন এই শিবিরের উদ্বোধন করেন শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান গৌতম দেব।দুদিন ধরে এই শিবির চলবে বলে জানা গিয়েছে।শিবিরে ১৮ বছরের ঊর্ধ্বে কলেজ পড়ুয়াদের পাশাপাশি শিক্ষক শিক্ষিকা ও শিক্ষা কর্মীদেরও টিকাকরণ করানো হবে।
গৌতম দেব বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চান সমস্ত ছাত্রছাত্রীরা সুস্থ থাকুক এবং ভালো থাকুক।সেই কারণে শহরের সমস্ত কলেজগুলিতে টিকাকরণ শিবিরের আয়োজন করা হচ্ছে।