শিলিগুড়ি,৩ জুনঃ শিলিগুড়ি মহকুমাশাসক প্রিয়দর্শিনী এস এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকার সারলেন বিজেপির তিন বিধায়ক শঙ্কর ঘোষ,আনন্দময় বর্মণ ও শিখা চ্যাটার্জি।শিলিগুড়ি মহকুমা জুড়ে কোথায় কিভাবে করোনা টিকা দেওয়া হচ্ছে, এইসব বিষয়ে এদিন মহকুমাশাসকের সঙ্গে আলোচনা করেন তিন বিধায়ক।পাশাপাশি শিলিগুড়ি পুরনিগমের অন্তর্গত জলপাইগুড়ি জেলার অন্তর্ভুক্ত ১৩টি ওয়ার্ডে করোনা টিকা দেওয়ার ক্ষেত্রে কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে সেই বিষয়েও আলোচনা করা হয়।
এদিন বিধায়ক শঙ্কর ঘোষ বলেন,বিভিন্ন জায়গায় ভ্যাকসিন নিয়ে বিভিন্ন ধরণের অভিযোগ উঠে আসছে।এইসব অভিযোগ কাম্য নয়।মহকুমাশাসককে এই অভিযোগগুলি জানানো হল।তাকে এই বিষয়গুলি খতিয়ে দেখার জন্য অনুরোধ করা হয়েছে।শহরের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের ও বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের দ্রুত করোনা টিকা দেওয়া হোক।