শিলিগুড়ি,৩০ সেপ্টেম্বরঃ শীঘ্রই শুরু হচ্ছে সেবকের করোনেশন ব্রিজ সংস্কারের কাজ। জানা গিয়েছে,বর্ষা গেলেই শুরু হয়ে যাবে প্রায় ৮৩ বছরের পুরনো ঐতিহ্যবাহী এই ব্রিজ সংস্কারের কাজ। ২০১১ সালের ভূমিকম্পে সেতুর পিলারগুলি ক্ষতিগ্রস্ত হয়। খরস্রোতা তিস্তা নদীর জলের স্রোতেও পিলারের নীচে বহু জায়গায় মাটি সরে গিয়েছে। যেকারণে এই সেতু সংস্কার শুরু হবে। ইতিমধ্যেই এই ব্রিজ দিয়ে ভারী গাড়ি, ট্রাক চলাচল নিষিদ্ধ করা হয়েছে। যেকারণে বিভিন্ন জায়গায় পুলিশ ঘুরিয়ে দিচ্ছে পণ্যবাহী ও ভারী গাড়িগুলিকে। কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রক সূত্রে খবর,প্রায় ৭৫ লক্ষ টাকা খরচ করে এই সেতুটি সংস্কারের কাজ করা হবে।
এদিকে বহুদিন ধরেই সেবকে তিস্তা নদীর উপর দ্বিতীয় সেতু তৈরি দাবি উঠেছে বিভিন্ন সংগঠনের তরফে। সেবকে দ্বিতীয় তিস্তা সেতু নির্মাণের জন্য সার্ভেও হয়েছে। কেন্দ্রিয় পরিবহন মন্ত্রক সূত্রে খবর দ্বিতীয় সেতু তৈরির জন্য নকশা তৈরির কাজ শুরুও হয়ে গিয়েছে।
পর্যটনমন্ত্রী গৌতম দেব বলেন, করোনেশন ব্রিজ দুর্বল হয়ে পড়েছে। দ্বিতীয় সেতুর খুব প্রয়োজন। দ্বিতীয় সেতুর জন্য সার্ভেও হয়েছে।জায়গায়ও ঠিক হয়েছে।