শিলিগুড়ি, ১৮ মার্চঃ করোনা আতঙ্কের ছাপ নেই। টয়ট্রেনেই বিদেশী ও ভিনরাজ্যের পর্যটকদের ভিড়। গন্তব্য দার্জিলিং।
দেশজুড়ে করোনার থাবায় কার্যত ঘরবন্দি অনেকেই। তবে বুধবার শিলিগুড়ি জংশন স্টেশনে গিয়ে দেখা গেল টয়ট্রেনে ভিড় পর্যটকদের। জার্মানি থেকে এসেছিলেন ১ তরুণ ও ১ তরুণী। যাচ্ছেন দার্জিলিং। এছাড়াও বিহার, তামিলনাড়ু থেকেও এসেছেন বহু পর্যটক। অনেকের মুখেই লাগানো ছিল মাস্ক।
তবে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, জীবাণুনাশক ব্যবহার করা হচ্ছে টয় ট্রেনে। এছাড়াও কর্মীদের মাস্ক দেওয়া হয়েছে। তবে এদিন সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে চাননি বিদেশী পর্যটকেরা।