ভারত সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের নির্দেশানুযায়ী করোনা ভাইরাসের মোকাবিলায় বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে। করোনা ভাইরাস প্রতিরোধে এবং সচেতনতা সৃষ্টির জন্য গৃহীত পদক্ষেপগুলি ব্যক্তিগতভাবে তদারকি করেছেন রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান এবং বিভিন্ন জোনাল রেলওয়ের জেনারেল ম্যানেজারেরা।
জানা গিয়েছে, করোনা ভাইরাস সম্পর্কে যাত্রীদের সচেতন করতে প্রতিটি ষ্টেশনে পাবলিক অ্যাড্রেস সিস্টেমের মাধ্যমে স্থানীয় ভাষায় নিয়মিত ঘোষণা করা হবে। এছাড়াও ভিডিও এর মাধ্যমে এই রোগ সম্পর্কিত সতর্কীকরণগুলি প্রদর্শন করা হবে। পাশাপাশি রেলের কামরা, রেলওয়ে ষ্টেশন, রেলওয়ে কলোনি, বাজার, বিদ্যালয়, কার্যালয়, চিকিৎসালয়ের মতো গুরুত্বপূর্ণ স্থানগুলিতে অর্থ্যাৎ যেখানে প্রতিদিন কাজ ও যাত্রার বহু মানুষের সমাগম ঘটে সেসব স্থানে এই ভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য কি কি করা উচিত এবং কি কি করা অনুচিত তা বিভিন্ন ভাষায় বর্ণনা করে প্রদর্শন করা হচ্ছে।