করোনা আক্রান্ত তথ্য গোপনের অভিযোগে দেশে প্রথম FIR দায়ের হল এক ব্যক্তির বিরুদ্ধে।
প্রসঙ্গত,সদ্যই বিয়ে হয়েছে আগ্রার ক্যানটনমেন্ট রেলওয়ে কলোনির বাসিন্দা এক তরুণীর।তার স্বামী বেঙ্গালুরুতে কর্মরত।বিয়ের পরই ইউরোপে বেড়াতে যান তারা।এদিকে ইউরোপ থেকে ফেরার পরই গত ১২ মার্চ ওই তরুণীর স্বামীর শরীরে করোনার জীবাণু মেলে।ইতিমধ্যে ওই তরুণীও অসুস্থ হয়ে পড়েন।তারও জ্বর, সর্দি, কাশি এবং শ্বাসকষ্ট হয়।অভিযোগ, ওই তরুণীকে হাসপাতালে নিয়ে যাননি তার পরিজনেরা।অভিযোগ, তরুণীর বাবা সত্য গোপন করেন।স্বাস্থ্যকর্মীদের কাছে করোনা আক্রান্ত তথ্য গোপন করেন তিনি।
এই সূত্রেই ওই তরুণীর বাবার বিরুদ্ধে এফআইআর করেছেন অতিরিক্ত প্রধান স্বাস্থ্য আধিকারিক বিনয় কুমার।আগ্রার এসএসপি বাবলু কুমার জানিয়েছেন, তদন্ত এগোলে এফআইআর-এ আরও নাম যোগ করবে পুলিশ।
অন্যদিকে অভিযুক্ত ব্যক্তি জানান,“পরীক্ষায় আমাদের রিপোর্ট নেগেটিভ আসার পরেও আমাদের পরিবারের আটজনকে কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে।কিন্তু প্রশাসন এখনও আমার মেয়ের সম্পর্কে নির্দিষ্ট কোনও তথ্য আমাদের দেয়নি”।
এদিকে আগ্রার জেলাশাসক জানিয়েছেন, যে বা যাঁরা করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে প্রশাসনের উদ্যোগে প্রতিবন্দ্বকতা সৃষ্টি করবে অথবা গুজব ছড়াবে তাঁদের বিরুদ্ধেই কড়া ব্যবস্থা নেওয়া হবে।