‘শিলিগুড়ি টাইমস’কে ‘করোনা ওয়ারিয়র’ অ্যাওয়ার্ডে সম্মানিত করল বিএনআই  

শিলিগুড়ি, ২৯ জুলাইঃ বিজনেস নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল(বিএনআই) দ্বারা আয়োজিত ‘নেটজানিয়া ২০২০’ ডিজিটাল মিডিয়াতে ‘শিলিগুড়ি টাইমস’কে ‘করোনা ওয়ারিয়র’ অ্যাওয়ার্ডে সম্মানিত করা হল। 


২০১৭ সালে প্রতীক গর্গ এবং সিএ প্রশান্ত আগরওয়াল বিএনআই সংস্থার প্রতিষ্ঠা করেন। বিএনআই এইমূহুর্তে বিশ্বের একটি সফল রেফারেল বিপণন এবং ব্যবসায়িক প্রতিষ্ঠান। গত ২৬ জুলাই অনলাইন প্লাটফর্মের মাধ্যমে ‘নেটজানিয়া ২০২০’ উৎযাপন করে বিএনআই ১০০টিরও বেশি অ্যাওয়ার্ড প্রদান করে।তার মধ্যে কোভিড ১৯ পরিস্থিতিতে কোভিড যোদ্ধা হিসেবে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, মিডিয়া কর্মী ও পুলিশকর্মীদেরও বিএনআই এর পক্ষ থেকে সম্মান জানানো হয়।ডিজিটাল মিডিয়ার ক্ষেত্রে শিলিগুড়ি টাইমস সহ অন্যান্য মিডিয়াকে এই সম্মানে সম্মানিত করা হয়।


বিএনআই এর কাছ থেকে এই সম্মান পেয়ে শিলিগুড়ি টাইমস কৃতজ্ঞ। একজন সাংবাদিক হিসেবে কোভিড সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ সংবাদ ও তথ্য সরবরাহ করা আমাদের দায়িত্ব। আমরা প্রতিনিয়ত চেষ্ঠা করি বিভিন্ন জায়গায় পৌঁছে সাধারণ মানুষ ও প্রশাসনের কাছ থেকে খবর সংগ্রহ করার।এই সম্মান আমাদের ভবিষ্যতে চলার পথে উৎসাহ জোগাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *