করোনার থাবায় মুখ থুবড়ে পড়েছে পর্যটন শিল্প, আর্থিক ক্ষতির মুখে পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত মানুষরা

শিলিগুড়ি, ২৫ মেঃ করোনার জেরে ফের একবার মুখ থুবড়ে পড়েছে পর্যটন শিল্প।এরফলে আর্থিক ক্ষতির মুখে পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত মানুষেরা।


পশ্চিমবঙ্গের অন্যতম পর্যটন কেন্দ্র হল উত্তরবঙ্গ।সারা বছরই পর্যটকদের ভিড় লক্ষ্য করা যায় উত্তরবঙ্গে।ডিসেম্বর মাস থেকেই পর্যটক এর ভিড় উপচে পড়ে দার্জিলিঙ ও ডুয়ার্সে।কিন্তু করোনার থাবায় ফের একবার মুখ থুবড়ে পড়েছে পর্যটন শিল্প।যেকারণে বদলে গিয়েছে নিউ জলপাইগুড়ি স্টেশনের দৃশ্যও।পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত হোটেল ব্যবসায়ী, টুরিস্ট ট্যাক্সি ড্রাইভার, অটো ও রিক্সা চালক প্রায় প্রত্যেকেরই কপালে চিন্তার ভাঁজ পড়েছে।আর্থিক ক্ষতির মুখে ছোট ব্যবসায়ীরাও।

গতবছরও এই সময়ে করোনা এবং দীর্ঘ লকডাউনের জেরে এই পরিস্থিতি তৈরি হয়েছিল।প্রচুর ক্ষতির মুখে পড়েছিল ব্যবসায়ীরা।পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পর ফের করোনার দ্বিতীয় ঢেউয়ে উদ্বিগ্ন মানুষ।   


কবে কাটবে এই অতিমারি, কবে উপচে পড়বে পর্যটকদের ভীড়? এই চিন্তায় দিন গুনছেন নিউ জলপাইগুড়ি স্টেশন এর ব্যবসায়ীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jojobetCasibom GirişJojobet GirişcasibomCasibomMeritking GirişBets10holiganbet girişbaywingrandpashabet girişcasibom girişcasibom giriş