শিলিগুড়ি, ৩১ জুলাইঃ মাত্র ২০০ টাকার বিনিময়ে নিষিদ্ধ কাফ সিরাপ পাচার করতে গিয়েছিল টোটো চালক।গ্রেফতার করলো এসওজি এবং প্রধাননগর থানার পুলিশ।ধৃতের নাম রোহিত যাদব।শিলিগুড়ির ৪৬ নম্বর ওয়ার্ডের অন্তর্গত পোকাইজোত এলাকার বাসিন্দা।
জানা গিয়েছে, টোটো চালক রোহিত যাদব প্রায়শই টাকার জন্য ছোট বড় মাদক পাচার করে থাকে সে।তবে পুলিশের নাগালের বাইরে ছিল সে।এদিকে রবিবার গভীর রাতেও নিষিদ্ধ কাফ সিরাপ পাচার করতে চম্পাসারি মোড় সংলগ্ন এলাকায় পৌঁছায় রোহিত।এই খবর পেয়েই এসওজি এবং প্রধাননগর থানার পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।তল্লাশি চালিয়ে উদ্ধার হয় নিষিদ্ধ কাফ সিরাপ।
পুলিশের জিজ্ঞাসাবাদে ধৃত জানায়, কাফ সিরাপ পাচারের জন্য ২০০ টাকা দেওয়া হয়েছিল তাকে।আজ ধৃতকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে।গোটা ঘটনার তদন্তে পুলিশ।