শিলিগুড়ি, ৩ ফেব্রুয়ারিঃ নিষিদ্ধ কাফ সিরাপ সহ দুই যুবককে গ্রেফতার করলো মাটিগাড়া থানার সাদা পোশাকের পুলিশ।ধৃতদের নাম মহম্মদ তৈজুল এবং নীরজ থাপা।দুজনই মাটিগাড়ার বিশ্বাস কলোনির বাসিন্দা।
জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে দুই যুবক নিষিদ্ধ কাফ সিরাপ বিক্রি করতে পরিবহণ নগর এলাকায় পৌঁছায়।এই খবর পেয়েই অভিযান চালিয়ে দুই যুবককে আটক করে মাটিগাড়া থানার সাদা পোশাকের পুলিশ।দুজনকে তল্লাশি চালাতেই তাদের ব্যাগ থেকে উদ্ধার হয় ৫০ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ।এরপরই দুজনকে এনডিপিএস অ্যাক্টের আওতায় মামলা দায়ের করে গ্রেফতার করা হয়।
আজ ধৃতদের শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে।গোটা ঘটনার তদন্তে পুলিশ।