শিলিগুড়ি, ২ আগস্টঃ লাগাতার কয়েকদিন ধরে উচ্ছেদ অভিযানে নেমেছে শিলিগুড়ি পুরনিগম।আজ শিলিগুড়ির হাসমি চক থেকে কোর্টমোড় অবধি চললো অভিযান।দখলমুক্ত করা হল ফুটপাত।
জানা গিয়েছে, এদিন রাস্তা ও ফুটপাত দখল করে যারা ব্যবসা করছিল তাদের সরিয়ে দেওয়া হয়।এছাড়াও বেশকিছু দোকানের টিন রাস্তায় বাড়িয়ে রাখা হয়েছিল সেইসব ভেঙে দেওয়া হয়।পুরনিগম কোন নোটিশ না দিয়েই অভিযান চালিয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেন ব্যবসায়ীরা।