শিলিগুড়ি, ১৯ জুলাইঃ কোভ্যাক্সিনের দ্বিতীয় ডোজ নিতে নাজেহাল হতে হচ্ছে।শেষমেষ বাধ্য হয়ে বিক্ষোভ দেখালেন টিকা নিতে আসা লোকজন।সোমবার শিলিগুড়ির ৫ নম্বর ওয়ার্ডে নতুনপাড়ায় স্বাস্থ্যকেন্দ্রের বাইরে বিক্ষোভ দেখাতে থাকেন কিছু লোকজন।খালপাড়া ফাঁড়ির পুলিশ কর্মীরা গেলে তাঁদের ঘিরেও বিক্ষোভ দেখানো হয়।
এদিন টিকা নিতে বাসিন্দাদের অভিযোগ, লাইনে দাড়িয়ে কোভ্যাক্সিনের প্রথম ডোজ নিলেও এখন নানা স্বাস্থ্যকেন্দ্র ঘুরে দ্বিতীয় ডোজ পাওয়া যাচ্ছেনা। আর এই নিয়েই সমস্যায় পড়েছেন বহু মানুষ।
টিকা নিতে আসা কয়েকজন অভিযোগ করে জানান, গত জুন মাসে নতুনপাড়ায় স্বাস্থ্যকেন্দ্র থেকে কোভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছিলেন।এরপর ২৮ দিন পর ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেওয়ার জন্য সেই স্বাস্থ্যকেন্দ্রে গেলে তাদের চম্পাসারিতে আরেকটি স্বাস্থ্যকেন্দ্রে যেতে বলা হয়।সেখানে গেলে স্বাস্থ্যকর্মীরা তাদের জানান যে এখনো পর্যন্ত তাদের কোন টিকা নেওয়া হয়নি। এরপরই ক্ষোভে ফেটে পড়েন তারা। এই নিয়েই সকাল থেকে প্রচুর মানুষ নতুনপাড়া স্বাস্থ্যকেন্দ্রের বাইরে বিক্ষোভ দেখাতে থাকেন।