দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেঁড়ে দাড়াল ২,১৬,৯১৯, মৃত ৬,০৭৫

দিল্লি, ৪ জুনঃ দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেঁড়ে দাঁড়াল ২,১৬,৯১৯।গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৯হাজার ৩০৪।মৃতের সংখ্যা ৬হাজার ৭৫ জন।দেশে একদিনে ২০৬ জনের মৃত্যু হয়েছে।দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১ লক্ষ ৬ হাজার ৭৩৭জন।ইতিমধ্যে সুস্থ হয়েছেন ১ লক্ষ ৪ হাজার ১০৬ জন।মৃতের সংখ্যা নিরিখে দ্বাদশ স্থানে উঠে এল ভারত।  


মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা বেঁড়ে ৭৪,৮৬০।তামিলনাড়ুতে আক্রান্ত ২৫,৮৭২।দিল্লিতে আক্রান্ত ২৩,৬৪৫।গুজরাতে আক্রান্তের সংখ্যা ১৮,১০০।রাজস্থানে আক্রান্তের সংখ্যা ৯,৬৫২।উত্তরপ্রদেশে আক্রান্ত ৮,৭২৯।মধ্য প্রদেশে আক্রান্তের সংখ্যা ৮,৫৮৮।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Jojobet Girişcasibomholiganbet girişjojobetcasino siteleriDeneme Bonuslarcasicasibomcasibom 726casibomcasibomOnwincasibom girişcasibom