শিলিগুড়ি, ২ আগস্টঃ শিলিগুড়ি শহরে সাউন্ড সিস্টেম ভাড়া দেওয়ার দোকানে কোভিড অ্যান্টিবডি কিটের অবৈধ ব্যবসা চক্রের রহস্যফাঁস। ঘটনার তদন্তে নামলো শিলিগুড়ি পুলিশ কমিশনারেট। তবে এখনই বিষয়টি নিয়ে মুখ খুলতে নারাজ পুলিশ কর্তারা।
শনিবার শিলিগুড়ি টাইমসে এক স্টিং অপারেশনে দেখানো হয় ৩৭ নম্বর ওয়ার্ডে একটি সাউণ্ড সিস্টেমের দোকানের ব্যবসায়ী কোভিড টেস্ট কিট বলে অ্যান্টিবডি টেস্ট কিট বিক্রির চক্রে জড়িত। অর্ডার দিলে তিনি তা আনিয়ে দেবেন বলে জানান। ১০০ পিস কিট নিতে হলে ৮৫০০০ টাকা দিতে হবে বলে জানায় ওই ব্যবসায়ী। বলেন, সেই কিটে লালারস দিলেই পরীক্ষা হয়ে যাবে। সেই খবর সম্প্রচারিত হতেই নড়েচড়ে বসে পুলিশ।
শনিবার রাত থেকেই ব্যবসায়ীর সন্ধানে তল্লাশি চালাচ্ছে আশিঘর ফাঁড়ির পুলিশ। যদিও ওই ব্যবসায়ী বাড়িতে নেই বলেই পুলিশ সূত্রে জানা গিয়েছে। ঘটনার খবর পাওয়ার পর এলাকাতেও চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। রবিবার দুপুরে কিছু এলাকাবাসীরা আশিঘর ফাঁড়িতে স্মারকলিপি দেওয়ার জন্যও যান। লোকনাথ সাহা নামে এক এলাকাবাসী বলেন, লকডাউনের সময় থেকেই সাউন্ডের সিস্টেমের দোকান থেকে স্যানিটাইজার, মাস্ক বিক্রি করা হতো। তবে এই কিট বিক্রির যে ঘটনা সামনে এসেছে তা নিয়ে পুলিশ তদন্ত করুক। কোথায় কোথায় এগুলি বিক্রি করা হয়েছে তা খুঁজে বের করা দরকার।