শিলিগুড়ি, ২২ এপ্রিলঃ দেশে করোনার দ্বিতীয় ঢেউ রুখতে কোভিড কেয়ার নেটওয়ার্ক ও বেশকয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে বৃহস্পতিবার শিলিগুড়ি জার্নালিস্টস ক্লাবে একটি সাংবাদিক বৈঠক করা হল।এদিনের বৈঠক থেকে করোনা নিয়ে সচেতনতার বার্তা দেন কোভিড কেয়ার নেটওয়ার্ক এর সদস্যরা।
এদিন ডঃ সন্দীপ সেনগুপ্ত বলেন, করোনার সেকেন্ড ওয়েভ চলছে থার্ড ওয়েভ আসতে পারে।স্বাস্থ্য দপ্তরের সাথে কথা বলা হয়েছে তারা ৯৬টি বেড বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।বেসরকারি হাসপাতাল গুলোতে জানানো হয়েছে ২৫ শতাংশ করে বেড বাড়াতে।স্বাস্থ্যবিধিকে বুড়ো আঙুল দেখিয়ে নির্বাচনের মিটিং-মিছিল যেমন করেছেন ঠিক তেমনি দল-মত-নির্বিশেষে সঠিকভাবে মাস্ক পড়ুন হাত ভালো করে সাবান ধুয়ে ফেলুন কিংবা স্যানিটাইজার ব্যবহার করুন ও দূরত্ব বজায় রাখুন।তিনি আরও বলেন, গুটকা পান মশলা খেয়ে রাস্তায় থুতু ফেলা হচ্ছে এসব বন্ধ করতে হবে।টেস্টিং ফ্যাসিলিটির মান আরো বাড়ানোর চেষ্টা করা হচ্ছে।চিকিৎসক এবং চিকিৎসা কর্মীদের আরো কিভাবে নিয়োগ করা যায় তা দেখা হচ্ছে।অক্সিজেন সংকট হতে পারে তার জন্য পরিস্থিতি সামাল দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।