জলপাইগুড়ি, ১২ মেঃ জলপাইগুড়ি কোভিড হাসপাতাল থেকে পালিয়ে যাওয়া রোগীকে ফিরিয়ে আনলেন সমাজসেবীরা।
জানা গিয়েছে, জলপাইগুড়ি কোভিড হাসপাতালে ভর্তি ছিলেন বেলাকোবার বাসিন্দা এক বৃদ্ধ।হাসপাতালে ঠিকঠাক খাবার পাননি, এমনকি সেখানকার পরিস্থিতি দেখে ভয় পেয়ে যান তিনি।মৃত্যুভয়ে হাতে নল লাগানো অবস্থায় ব্যাগ হাতে নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে যান ওই বৃদ্ধ।সেইসময় জলপাইগুড়ির দুই সমাজসেবী সেই পথ দিয়ে যাওয়ার সময় তাকে দেখে জিজ্ঞাসাবাদ করেন।এরপরই তারা অনুমান করেন বৃদ্ধ করোনা আক্রান্ত।
পরবর্তীতে তাকে উদ্ধার করে পান্ডাপাড়ায় একটি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসেন তারা।সেখানে তাকে পরিচর্চা করে জেলা স্বাস্থ্য দপ্তরের হাতে তুলে দেওয়া হবে বলে জানান সমাজসেবীরা।
এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, খোঁজখবর নেওয়ার পরই ওই রোগীর বিষয়টি নিয়ে বলা হবে।