শিলিগুড়ি, ৩০ এপ্রিলঃ কোভিড টেস্টের রিপোর্ট পজিটিভ।আর সেই রিপোর্ট পেতেই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।ফুলবাড়ি ব্যারেজে গিয়ে ঝাঁপ দেওয়ার চেষ্টা করেন।সেখান থেকে পরিবারের সদস্যরা বুঝিয়ে বাড়িতে নিয়ে এসেছিলেন।কিন্তু তারপর ঝুলন্ত দেহ উদ্ধার হল করোনা আক্রান্ত সেই ব্যক্তির।নকশালবাড়ি ব্লকের রাঙাপানির ঘটনা।মৃত ব্যক্তির নাম রিন্টু পাল(৪১)।অ্যাম্বুলেন্স চালক ছিলেন তিনি।অসুস্থতা নিয়ে কয়েকদিন আগে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে গেলে সেখানে কোভিড টেস্ট করতে বলা হয় ব্যক্তিকে।
বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁর কোভিড টেস্টের রিপোর্ট পজিটিভ আসে।মৃতের বাবা রতন পাল বলেন, রিপোর্ট পজিটিভ আসাতেই ছেলে আত্মহত্যা করেছে।রিপোর্ট আসার পর ফুলবাড়ি ব্যারেজে গিয়ে আমাকে মোবাইলে ফোন করে বলে আমি বাচবো না।ঝাঁপ দিচ্ছি।বুঝিয়ে বাড়িতে নিয়ে আসি।সকালে নার্সিংহোমে নিয়ে যাওয়ার কথা ছিল।ভোরে একটি ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয়।বাগডোগরা থানার পুলিশের উপস্থিতিতে এদিন দেহটি উদ্ধার হয়।