শিলিগুড়ি,২০ জুনঃ উপসর্গহীন করোনা রোগীদের জন্য শিলিগুড়িতে খুব শিগগির চালু হচ্ছে ৩ টি কোভিড কেয়ার সেন্টার। কোভিড হাসপাতালগুলিতে চাপ কমাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
আজ শিলিগুড়ির উত্তরকন্যায় দার্জিলিং জেলাশাসক, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ ও আইএমএ কে নিয়ে আলোচনায় বসেন ওএসডি(কোভিড ১৯, উত্তরবঙ্গ) ডঃ সুশান্ত রায়। বিভিন্ন বিষয় নিয়ে এদিন আলোচনা হয়।
আলোচনা শেষে সাংবাদিক বৈঠকে সুশান্ত রায় জানান, এখন প্রায় ৯২ শতাংশ করোনা রোগীর মধ্যে উপসর্গ পাওয়া যাচ্ছেনা। তাই তাদের কোভিড হাসপাতালে না রেখে যাতে কোভিড কেয়ার সেন্টারগুলিতে রেখে সুস্থ করা যায় তা দেখা হচ্ছে। যে সমস্ত করোনা রোগীদের অন্য রোগ আছে তাদেরই কোভিড হাসপাতালে রেখে চিকিৎসা করা হবে। অন্যদিকে এদিন আইএমএ এর সঙ্গেও আলোচনা হয়। তা নিয়ে ডঃ সুশান্ত রায় জানান, বিভিন্ন নার্সিংহোমে জ্বর, সর্দি নিয়ে আসা রোগীদের চিকিৎসা না করে তাদের মেডিক্যালে পাঠানো হচ্ছে। এটা করা যাবে না। ডাক্তাররা জানিয়েছেন চিকিৎসা করার পর তাদের বাড়িতে ঢুকতে দেওয়া হচ্ছেনা। বহু জায়গায় বাসিন্দারা বাধা দিচ্ছেন। এই বিষয় নিয়ে ফের উত্তরকন্যায় সমাজের বিভিন্ন মহলের মানুষদের নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন তিনি।