জলপাইগুড়ি, ২৯ এপ্রিল: জলপাইগুড়ি বিশ্ববাংলা কোভিড হাসপাতাল থেকে মৃতদেহ গায়েব হওয়ার ঘটনায় চাঞ্চল্য।
জানা গিয়েছে, গত ২৪ এপ্রিল মালবাজারের সাউথ কলোনির বাসিন্দা এক বৃদ্ধাকে জলপাইগুড়ি বিশ্ব বাংলা কোভিড হাসপাতালে ভর্তি করা হয়। এরপর রোগীর পরিবারের সদস্যরা রোগীকে দেখতে আসলে জানানো হয় রোগীর মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যদের মৃত্যুর শংসাপত্রও দিয়ে দেওয়া হয়। বুধবার রোগীর মৃতদেহ দেখতে চাওয়া হলে হাসপাতালের তরফে জানানো হয় মৃতদেহ শ্মশানে নিয়ে যাওয়া হয়েছে।এরপর কোনোভাবে মৃতদেহের খোঁজ পায়নি এমনটাই অভিযোগ পরিবারের।
রোগীর পরিবারের অভিযোগ, রোগীকে ভালো চিকিৎসা পরিষেবা দেওয়া হয়েছে বলে ২৬, ৫০০টাকাও নেওয়া হয়েছে। ঘটনার পর সুবিচার চেয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছে পরিবারটি।
এই বিষয়ে জলপাইগুড়ি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ রমেন্দ্রনাথ প্রামানিক জানান, অভিযোগ পেলে তদন্ত করে দেখা হবে।