জলপাইগুড়ি,২০ মেঃ করোনাকালে জলপাইগুড়ির বিধায়কের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীপক্ষ।অতিমারির সময়ে তার দেখা মিলছে না বলে সোশ্যাল মিডিয়ায় অভিযোগ করেছেন অনেকেই।বিশেষ সাক্ষাৎকারে বিরোধী পক্ষের তরফে তোলা অভিযোগের কড়া জবাব দিলেন জলপাইগুড়ির বিধায়ক তথা চিকিৎসক প্রদীপ কুমার বর্মা।
এদিন তিনি জানান, কোভিড পরবর্তী শারীরিক সমস্যার কারণে তিনি বাড়ি থেকে বের হতে পারছেন না।অক্সিজেন স্যাচুরেশন কমে যাওয়ায় অক্সিজেন নিতে হচ্ছে।তবে তার অনুগামীরা অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়াচ্ছেন।ফোনে সকলের সঙ্গে যোগাযোগ রাখছেন তিনি।
প্রসঙ্গত, গত ১২ এপ্রিল করোনায় আক্রান্ত হন বিধায়ক তথা চিকিৎসক প্রদীপ কুমার বর্মা।১৩ এপ্রিল শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি।২৭ এপ্রিল হাসপাতাল থেকে ছুটি পেলেও পুরোপুরি করোনামুক্ত হননি বলে জানান।এরপর চলতি মাসের ১২ তারিখ নেগেটিভ রিপোর্ট আসে তার।তারপরেই শুরু হয় কোভিড পরবর্তী শারীরিক অসুস্থতা।অক্সিজেন স্যাচুরেশন কমে যাওয়ায় বাড়িতেই অক্সিজেন নিচ্ছেন তিনি।
এদিন প্রদীপবাবু বলেন, যারা অভিযোগ করছেন তারা না জেনেই মন্তব্য করছেন।ওনাদের কিছু বলার নেই।বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে বাড়িতেই চিকিৎসা চলছে তার।সেকারণে এসময় আমজনতার পাশে থাকতে পারছেন না।সরকারি কাজেও অংশ নিতে পারছেন না।