শিলিগুড়ি,২ সেপ্টেম্বরঃ শিলিগুড়ি পুরনিগম এলাকায় শুরু হয়েছে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট। এবার পুরনিগমের বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রগুলিতে আরটিপিসিআর পরীক্ষার জন্যও সোয়াব সংগ্রহ শুরু হয়েছে। স্বাস্থ্যকেন্দ্রগুলিতে সপ্তাহে কয়েকদিন এই আরটিপিসিআর টেস্টের জন্য নমুনা সংগ্রহ করা হবে বলে জানা গিয়েছে।
বুধবার ৪৪ নম্বর ওয়ার্ডের পৌর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে আরটিপিসিআর এর জন্য নমুনা সংগ্রহ করা হয়। প্রায় ২৫ জনের নমুনা সংগ্রহ করা হয় এদিন। ওই এলাকার পাশাপাশি পার্শ্ববর্তী এলাকার অনেকেই এদিন সোয়াব টেস্ট করান। নমুনাগুলি সংগ্রহের পর সেগুলি উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ভিআরডিএল ল্যাবে পাঠানো হয়েছে। আগামীতে আরও বিভিন্ন জায়গায় যাতে পরীক্ষার সংখ্যা বাড়ানো যায় সেই লক্ষ্য নিয়েছে জেলা স্বাস্থ্য দপ্তর।