শিলিগুড়ি, ১০ এপ্রিলঃ লকডাউনে চেনা বাজারগুলিতে গিয়েও মিলছে না খাবার। কেউ লাঠি মেরে তাড়িয়ে দিচ্ছে তো কেউ মাঝেমধ্যে কিছু খাবার দিচ্ছে। পথেই যতোতত্র ঘুরে বেরাতে হচ্ছে। তাই এবার বিনা নিমন্ত্রণেই বাড়ির সামনে হাজির হচ্ছে অতিথিরা৷ আর কী? দিব্যি সদলবলে পেটপুরে খেয়ে তারপরই ফিরছে অতিথিরা।
শিলিগুড়ির মহাকালপল্লীর বাসিন্দা করমবীর সিং। লকডাউনের পর বাড়ির সামনে ৩ টি গরু দেখে খাবার দিয়েছিলেন। এরপর থেকে রোজই বাড়ির সামনে গরুর সংখ্যা বেড়েই চলছে। এখন দুপুর হলেই ৩৫-৪০ টি গরু ভিড় করে বাড়ির সামনে। নিয়ম করে গরুগুলিকে শাক সবজি, গুড়, খড় খেতে দিচ্ছেন। করমবীর বাবুর পাশাপাশি তার পরিবারের অন্যান্য সদস্যরাও গরুগুলিকে খাবার দেন।
করমবীর বাবু জানান,লকডাউনের সময় গরুগুলি খাবার পাচ্ছেনা। এখন সময় হলেই বাড়ির গেটের সামনে চলে আসে। সাধ্যমতো সব গরুকেই খাবার দিই। খাবার খেয়ে ফিরেও যায় গরুগুলি।

