শিলিগুড়ি, ১৪ সেপ্টেম্বরঃ শিলিগুড়িতে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা।ডেঙ্গি মোকাবিলায় পুরনিগমের গাফিলতির অভিযোগ তুলে সরব হল সিপিআইএম তিন নম্বর এরিয়া কমিটি।
জানা গিয়েছে, শিলিগুড়িতে ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এক ব্যক্তির।এই কারণে ডেঙ্গি নিয়ে পুরনিগমের গাফিলতির অভিযোগ তুলে সরব হল সিপিআইএম তিন নম্বর এরিয়া কমিটি।এদিন ডাবগ্রামের তিন নম্বর বরো অফিসে বিক্ষোভ দেখান সিপিআইএমের কর্মী সমর্থকরা।পাশাপাশি পুরনিগমের আরও বেশি সক্রিয় হওয়ার দাবী জানিয়ে বরো আধিকারিকের কাছে স্মারকলিপি প্রদান করেন তারা।
এদিন সিপিআইএম তিন নম্বর এরিয়া কমিটির সম্পাদক তিলক গুন বলেন, শিলিগুড়ি পুরনিগম ডেঙ্গু নিয়ে কোনো প্রচার করছে না।ড্রেনগুলো সাফাই হচ্ছে না।দ্রুত এই কাজ করা না হলে আগামীদিনে বৃহত্তর আন্দোলনে নামা হবে।
