নকশালবাড়ি, ২৯ সেপ্টেম্বরঃ সিপিএমের নকশালবাড়ি পঞ্চায়েত অফিস ঘেরাও ও স্মারকলিপি দেওয়া ঘিরে তুলকালাম!সিপিএম ও তৃণমূল পঞ্চায়েত সদস্যের সঙ্গে তর্কযুদ্ধ ও হাতাহাতির পরিস্থিতি।
শুক্রবার ১৫ দফা দাবীতে সিপিএমের নকশালবাড়ি গ্রাম পঞ্চায়েত ঘেরাও ঘিরে বিশৃঙ্খলা সৃষ্টি হয়।প্রধানকে স্মারকলিপি প্রদান করার সময় এক মহিলাকে ‘সিপিএম কর্মী’ বলা নিয়ে তর্কে জড়িয়ে পড়েন তৃণমূলের পঞ্চায়েত সদস্য।এরপর সিপিএম এরিয়া কমিটির সম্পাদকের সঙ্গে তৃণমূল পঞ্চায়েত সদস্যের তর্ক ও হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়।পরে নকশালবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এই বিষয়ে সিপিএম এর নকশালবাড়ি এরিয়া কমিটির সম্পাদক জানান, মহিলাদের উদ্দেশ্য করে হুমকি দেয় তৃণমূল পঞ্চায়েতের এক সদস্য।মহিলাদের বাইরে দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়েছে।
অন্যদিকে নকশালবাড়ি গ্রাম পঞ্চায়েত প্রধান জানান, পূর্বনির্ধারিত স্মারকলিপি ছিল সিপিএমের।পেছন থেকে কেউ পরিস্থিতি উত্তপ্ত করেছে।আমরা বিষয়টি নিয়ে আলোচনা করবো।