বাগডোগরা, ৩১ অক্টোবরঃ ভারতীয় কমিউনিস্ট পার্টি(মার্কসবাদী)বাগডোগরা গোঁসাইপুর এরিয়া কমিটির দ্বিতীয় সম্মেলন আয়োজিত হল।
রবিবার বাগডোগরা অ্যকুরিয়াম ভবনে এই সম্মেলনের আয়োজন করা হয়।এদিন দলের অন্যতম সংগঠক প্রয়াত অনিল সাহা, উত্তম ঘোষ, সুদীপ ভট্টাচার্য, দীলিপ ঘোষ সহ অন্যান্যদের শ্রদ্ধা নিবেদন করা হয়।এদিন দ্রব্যমূল্য বৃদ্ধি, কৃষি আইন, শ্রম কোড নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন সংগঠনের সদস্যরা।
এই বিষয়ে সিটু নেতা গৌতম ঘোষ জানান, এরিয়া কমিটির সম্মেলনের পর জেলা ও রাজ্য এবং শেষে পার্টির হাইকমান্ডে বৈঠক হবে।