ফুলবাড়ি, ৬ আগস্টঃ পঞ্চায়েত নির্বাচনে ভোটে জয়ী সিপিএমের প্রার্থী যোগদান করলো তৃণমূলে।রবিবার ফুলবাড়ি মোড়ে তৃণমূলের যোগদান সভায় আয়োজন করা হয়। ফুলবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের কালাঙ্গীনির ১৯/ ৩০৬ নং বুথের সিপিএম প্রার্থী মোমিরুল ইসলাম আজ তৃণমূলে যোগদান করেন। জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক দেবাশীষ প্রামাণিক তার হাতে দলীয় পতকা তুলে দেন।এছাড়াও এদিন তার সঙ্গে প্রায় তিনশতাধিক কর্মী সমর্থক সিপিএমে যোগদান করেন।
এই বিষয়ে মোমিরুল ইসলাম বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে দেখে সিপিএম ছেড়ে তৃণমূলের যোগদান করলাম।
অন্যদিকে এই বিষয়ে জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক দেবাশীষ প্রামাণিক বলেন, সিপিএমের জয়ী প্রার্থী আজ তৃণমূলের যোগদান করলো। মোমিরুল ইসলাম আমাদের দল থেকে দাঁড়াতে চেয়েছিল তাকে টিকিট দেওয়া হয়নি দেখে তিনি ক্ষোভে সিপিএমের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেন।তিনি আমাদের কাছে তৃণমূল কংগ্রেসের যোগদানের আবেদন করেছিলেন।আজ সেই সিপিআইএমের জয়ী প্রার্থী সহ প্রায় তিন শতাধিক কর্মী সিপিএম ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগদান করলেন।