শিলিগুড়ি,২৬ আগস্টঃ শিলিগুড়ি পুরনিগমের বর্তমান বোর্ডের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে পুরনিগম অভিযানে দার্জিলিং জেলা সিপিআইএম।শুক্রবার বামেদের এই অভিযানকে ঘিরে ধুন্ধুমার কান্ড পুরনিগমে।এদিন পুরনিগমের কার্যালয়ের প্রধান গেট ভেঙে ভেতরে ঢুকে পড়ে আন্দোলনকারীরা।পুলিশের সঙ্গে ধ্বস্তাধস্তিও হয়।
শুক্রবার বামেদের পুরনিগম অভিযানে নেতৃত্ব দেন শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য,জেলা বামফ্রন্টের আহ্বায়ক জীবেশ সরকার।এয়ারভিউ মোড় থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে পুরনিগমে পৌছায়।যদিও সেখানে ব্যারিকেট দিয়ে মিছিলটিকে আটকে দেয় পুলিশ।তখনই রীতিমতো পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে সিপিআইএম কর্মী সমর্থকেরা।পুলিশের ব্যারিকেট এবং পুরনিগমের প্রধান গেটের একাংশ ভেঙে ভেতরে প্রবেশ করে আন্দোলনকারীরা।এরপর পুরনিগমে দীর্ঘক্ষণ অবস্থান বিক্ষোভ করে তারা।পরবর্তীতে শীর্ষ নেতৃত্বদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
জেলা বামফ্রন্টের আহ্বায়ক জীবেশ সরকার বলেন, নির্বাচনের আগে একাধিক প্রতিশ্রুতি দিয়েছিল তৃণমূল কংগ্রেস।তবে বোর্ড গঠনের পর কোনো কাজই করেনি পুরনিগম। এখনো পর্যন্ত জল সমস্যায় ভুগছে শহরবাসী।উন্নয়নের কথা বলা হলেও কোনো উন্নয়নই দেখা যাচ্ছে না।সাধারণ মানুষের সমস্যা তুলে ধরার জন্য পুরনিগমের দ্বারস্থ হয় সাধারণ মানুষ কিন্তু আজ ওই গেটই বন্ধ করে দেওয়া হয়েছে।সেই কারণেই তারা নাগরিকের জন্য তৈরি ওই গেট ভেঙে ভেতরে প্রবেশ করেছে।
অন্যদিকে বামেদের এই আন্দোলনকে কটাক্ষ করেন মেয়র গৌতম দেব।তিনি বলেন,বাম আমলের অনেক বকেয়া রয়েছে।সেগুলোই এখন এই বোর্ড পূরণ করছে।বাম আমলে যে কর্মীদের নিয়োগ করা হয়েছিল তাদের কাউকেই বাদ দেওয়া হয়নি।সকলের টাকা দেওয়া হচ্ছে।একের পর এক কাজ করা হচ্ছে বলে দাবি করেন মেয়র।

