শিলিগুড়ি, ২৪ মেঃ শিলিগুড়ি পুরনিগমের তৃণমূলের বোর্ড শহরবাসীকে নাগরিক পরিষেবা দিতে ব্যর্থ। সেই অভিযোগ তুলে এবার মানুষের সমস্যার সমাধান করতে ‘গণকন্ঠ’ চালু করল বামেরা। কী এই গণকন্ঠ? সিপিএম নেতাদের দাবি এই গণকন্ঠের মাধ্যমে শহরের মানুষ তাঁদের সমস্যার কথা জানাতে পারবেন। পরবর্তীতে সেই সমস্যা সিপিএমের তরফে পুরনিগমের কাছে মেয়রের কাছে তুলে ধরে তা সমাধানের কথা বলা হবে। বুধবার অনিল বিশ্বাস ভবনে সাংবাদিক বৈঠক করেন সিপিএম নেতা ও কাউন্সিলর মুন্সী নুরুল ইসলাম।
এদিন সাংবাদিক বৈঠকে দলের অন্যান্য কাউন্সিলররাও ছিলেন। তাঁদের অভিযোগ, পুরনিগমের টক টু মেয়র, মানুষের কাছে চলো পরিষেবায় কোনো উন্নয়নই হচ্ছে না। বাম আমলে যা উন্নয়ন হয়েছিল, সেখানেই আটকে শহর। “গণকণ্ঠ” নামে একটি মেইল আইডি বানানো হয়েছে। [email protected] মেইল আইডিতে সমস্যার কথা জানাতে পারবেন শহরবাসী।
পাশাপাশি হোয়াটস অ্যাপ পরিষেবা চালু করা হয়েছে। যেখানে নিজেদের অভাব অভিযোগ জানাতে পারবেন। হোয়াটস অ্যাপ নম্বরটি হল ৮৯৪৫৯৮৪৩১০। এদিন নেতৃত্বরা জানান, প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ২টা এবং বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্তবেই পরিষেবা চালু থাকবে। সেই সমস্ত পুরবাসীর সংকলিত দাবী বোর্ড সভায় মেয়রের কাছে তুলে ধরা হবে।
পাল্টা এদিন ডেপুটি মেয়র রঞ্জন সরকার বলেন, ওরা মানুষের কাছে কোনোদিনই ছিল না। ক্ষমতায় থাককালীনও ছিলনা। তাই আজ হোয়াটস অ্যাপ, ই মেইলে থাকতে হচ্ছে। ওরা এসব নিয়ে থাকুক। আমরা মানুষের পাশেই থাকছি।