‘আরজি কর কান্ডে দোষী সঞ্জয় রায়কে জেলের ভেতর মেরে ফেলা হতে পারে’- মহম্মদ সেলিম

শিলিগুড়ি, ২৪ জানুয়ারিঃ আরজি কর কান্ডে দোষী সঞ্জয় রায়কে জেলের ভেতর মেরে ফেলা হতে পারে। এমনটাই আশঙ্কা প্রকাশ করলেন সিপিএম এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।


শুক্রবার শিলিগুড়িতে দার্জিলিং জেলা সিপিএমের ২৪ তম জেলা সম্মেলন আয়োজিত হয়।এই সম্মেলনে উপস্থিত হন সিপিএম এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।এছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তণ মেয়র অশোক ভট্টাচার্য, জেলা সিপিএমের সম্পাদক সমন পাঠক, আহ্বায়ক জীবেশ সরকার সহ অন্যান্যরা।এদিন সম্মেলনের পর আদিবাসী নৃত্যে পা মেলাতে দেখা যায় মহম্মদ সেলিমকে।

এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মহম্মদ সেলিম বলেন, আরজি কর নিয়ে বিচারবিভাগীয় তদন্তের দাবি করেছিলাম আমরা।মুখ্যমন্ত্রীর আক্ষেপ দোষী সঞ্জয় রায়ের ফাঁসির সাজা হল না।তারা চেয়েছিল এনকাউন্টারে সঞ্জয় রায়কে মেরে ফেলতে।এখনও জেলে মেরে ফেলতে পারে।এরজন্য সজাগ থাকতে হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *