শিলিগুড়ি,১০ মার্চঃ ‘দলে থেকে কাজ করতে অসুবিধা হচ্ছিল এবং বহু যন্ত্রণার মধ্য দিয়ে যেতে হচ্ছিল গত কয়েক বছর’।সে কারণেই অবশেষে সিপিএম ছাড়লেন দীর্ঘদিনের নেতা শঙ্কর ঘোষ।ছাত্র রাজনীতি থেকে শুরু এবং তারপরেই তিনি সিপিএম এর জেলা কমিটিতেও এসেছিলেন।অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে তিনি জানালেন দল ছাড়ছেন।
বুধবার নিজের বাড়িতে সাংবাদিক বৈঠক করেন শঙ্কর ঘোষ।জানান, ইতিমধ্যেই তিনি পুরনিগমের প্রশাসক মণ্ডলীর সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন এবং দলের সাধারণ সদস্য পদ থেকেও পদত্যাগ করে চিঠি পাঠিয়েছেন।
এদিন তিনি দল ছাড়ার কারণ সম্পর্কে বলেন, দীর্ঘদিন ধরে দলে রয়েছি।কিছু সাংগঠনিক কারণ এবং মতবিরোধের জন্যই দল ছাড়ছি।দলে থেকে কাজ করতে খুবই অসুবিধা হচ্ছিল।যন্ত্রণার মধ্যে দিয়ে কাটছিল দীর্ঘদিন।যে কারণেই অবশেষে ব্যক্তিগত সিদ্ধান্তে দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি।
তবে তিনি অন্য কোনও দলে যাচ্ছেন কিনা তা স্পষ্ট হয়নি।এই বিষয়ে তার বক্তব্য, আমি এখনও অন্য কোনও দলে যাওয়ার সিদ্ধান্ত নেইনি।তবে নতুন করে পথ খুঁজছি বলেই জানান শঙ্কর ঘোষ।