অশোক ভট্টাচার্য সহ ২৪ জন সিপিএম নেতার বিরুদ্ধে মামলা পুলিশের

শিলিগুড়ি,২৭ আগস্টঃ শুক্রবার শিলিগুড়ি পুরনিগম অভিযান করেছিল দার্জিলিং জেলা সিপিএম।পুলিশের ব্যারিকেড উপড়ে পুরনিগমের ভেতর ঢুকে পড়ে সিপিএম কর্মীরা।পুরনিগমের গেটের একাংশ ভেঙে যায়।এরপরই সরকারি সম্পত্তি নষ্ট, পুলিশের কাজে বাঁধা দেওয়ার অভিযোগে মামলা দায়ের করল শিলিগুড়ি থানা।২৫ জন নেতার বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে পুলিশ।অশোক ভট্টাচার্য, জীবেশ সরকার, সমন পাঠক, মৌসুমি হাজরা, মুন্সী নুরুল ইসলাম, শরদিন্দু চক্রবর্তী সহ বেশকিছু নেতার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।শুক্রবার রাতেই প্রদীপ ঘোষ ও প্রমোদ পাসওয়ান নামে দুজনকে গ্রেফতার করে শিলিগুড়ি থানা।ধৃতদের বিরুদ্ধে বেশকিছু জামিন অযোগ্য ধারায় মামলা করা হয়েছে৷


শনিবার এ নিয়ে জীবেশ সরকার ও সমন পাঠকরা জানান, পুলিশ তৃণমূলের নির্দেশে এসব করেছে।নেতা কর্মীদের হয়রানি করতে মামলা করেছে।এরপর পুলিশের বিরুদ্ধে পালটা আন্দোলনে নামা হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *