শিলিগুড়ি, ২০ ডিসেম্বরঃ ডেবিট কার্ডের পাশাপাশি ক্রেডিট কার্ডের তথ্যও চলে যাচ্ছে সাইবার অপরাধীদের হাতে। আর মানুষের সামান্য ভুলে সঞ্চয়ের অর্থ গায়েব হয়ে যাচ্ছে। সম্প্রতি শিলিগুড়ির হাকিমপাড়ার বাসিন্দা মিঠুন পাল এভাবেই সাইবার অপরাধের শিকার হয়েছেন। ক্রেডিট কার্ডের তথ্য পেয়ে সাইবার অপরাধীরা ১ লক্ষ টাকা গায়েব করে দিয়েছে বলে অভিযোগ।
মিঠুন পালের অভিযোগ, ক্রেডিট কার্ডের আবেদন করার পর ফোন এসেই যাচ্ছিল। গত ১৬ ডিসেম্বর একটি নম্বর থেকে ফোন আসে। এরপর তাঁকে ক্রেডিট কার্ডের ১৬ ডিজিটের নম্বর, ঠিকানা, নাম সবই বলা হয়।প্ল্যাটিনাম কার্ড আসায় তা বদল করার কথা বলেন মিঠুন পাল।এরপরই তাঁর মোবাইলে একটি ওটিপি আসে। সেই ওটিপি দিতেই ১ লক্ষ টাকা কেটে যায় কার্ড থেকে। ঘটনার পর সাইবার ক্রাইম থানায় অভিযোগও জানিয়েছেন তিনি। ক্রেডিট কার্ডের তথ্য অপরাধীদের হাতে কীভাবে গেল তা নিয়েই প্রশ্ন তুলেছেন মিঠুন পাল।