শিলিগুড়ি, ২৭ ডিসেম্বরঃ শিলিগুড়ি মহকুমা ক্রিড়া পরিষদের তরফে আগামী ২৮ ডিসেম্বর থেকে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে শুরু হতে চলছে ফার্স্ট ডিভিশন লিগ কাম নকআউট টি২০ ক্রিকেট টুর্নামেন্ট।সোমবার কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন শিলিগুড়ি মহকুমা ক্রিড়া পরিষদের সদস্যরা।
জানা গিয়েছে, টুর্নামেন্ট ৬৫ দিন ব্যাপী চলবে।টুর্নামেন্টে মোট ৩১টি দল অংশগ্রহণ করবে।
এদিন শিলিগুড়ি মহকুমা ক্রিড়া পরিষদের ক্রিকেট সম্পাদক মনোজ ভার্মা বলেন, করোনা পরিস্থিতিতে দুই বছর খেলা বন্ধ ছিল।পুনরায় খেলা চালু হচ্ছে।দিনে দুটো করে ম্যাচ হবে।সুপার ডিভিশনে ৯টি দল এবং ফার্স্ট ডিভিশনে ২২টি দল অংশগ্রহণ করছে।সুপার ডিভিশনে প্রাইজমানি হিসেবে চ্যাম্পিয়ান দলের জন্য রয়েছে ৩০ হাজার, রানার্স ২০ হাজার এবং ফেয়ার প্লে দলের জন্য থাকছে ৫ হাজার টাকা।পাশাপাশি ফার্স্ট ডিভিশনে থাকছে চাম্পিয়ানের জন্য ২০ হাজার, রানার্স ১০ হাজার এবং ফেয়ার প্লে ৫ হাজার টাকা।স্টেডিয়ামে প্রবেশের ক্ষেত্রে সরকারি যেসব বিধিনিষেধ রয়েছে সেই বিধিনিষেধ মেনেই খেলা হবে।
এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন শিলিগুড়ি মহকুমা ক্রিড়া পরিষদের ক্রিকেট সম্পাদক মনোজ ভার্মা,ফুটবল সম্পাদক স্বরূপ ভট্টাচার্য্য, সহ-সম্পাদক সজল নন্দী, এক্স ফুটবল সম্পাদক মানস দে, মহকুমা ক্রিড়া পরিষদের ওয়ার্কিং প্রেসিডেন্ট নান্টু পাল সহ অন্যান্যরা।