শিলিগুড়ি, ২০ মার্চঃ মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে শিলিগুড়ির ৪৭ নম্বর ওয়ার্ডে মর্ডান বয়েজ ক্লাবের তরফে রাকেশ মল্লিক মেমোরিয়াল দিবারাত্রি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হল।এই টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করেছে।১৫টি ম্যাচ খেলা হবে।
এই টুর্নামেন্টে বিজয়ী দলকে ট্রফি, নগদ ৩০ হাজার টাকা এবং রার্নাস দলকে ট্রফি ও ২০ হাজার টাকা তুলে দেওয়া হয়েছে।
