রাজগঞ্জ, ১০ সেপ্টেম্বরঃ প্রতিকূলতার মধ্যেও ভালো ক্রিকেটার হওয়ার স্বপ্ন নিয়ে নির্জনে একাকী প্র্যাকটিস করে চলেছেন রাজগঞ্জের যুবক বিজয় দেবনাথ।
বিজয়ের বাড়ি রাজগঞ্জের পানিকৌড়ি এলাকায়।বাড়িতে বাবা, মা ও ছোট ভাই রয়েছে।উপার্জন বলতে বাবার সবজির ব্যবসা।বিজয় বর্তমানে রাজগঞ্জ কলেজের প্রথম বর্ষের ছাত্র। ছোটবেলা থেকেই তার ক্রিকেট খেলার প্রতি আগ্রহ।কিন্তু আক্ষেপ, রাজগঞ্জে ফুটবল অ্যাকাডেমি থাকলেও কোনো বড়ো ক্রিকেট ক্লাব বা কোচিং সেন্টার নেই।তাই নিজের ইচ্ছাশক্তির উপর ভর করে একাকী ক্রিকেটের প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছে বিজয়।
এদিন বিজয় জানান, ছোটবেলা থেকেই ক্রিকেটের প্রতি আগ্রহ।ক্রিকেট নিয়েই আগামীতে পথ চলার স্বপ্ন দেখি।ভালো ক্রিকেটার হতে বাড়ির পাশে এক নির্জন জায়গায় বোলিংয়ের প্র্যাকটিস করছি।ফাস্ট বলার হওয়ার স্বপ্ন রয়েছে।পাশাপাশি ব্যাটিংও ভালো করি।
রাজগঞ্জের ফুটবল অ্যাকাডেমি থেকে কোচিং নিয়ে রাজগঞ্জের কয়েকজন যুবক এখন জাতীয় দলে খেলছেন।তাই আমিও চাই রাজগঞ্জে একটি বড়ো ধরনের ক্রিকেট ক্লাব বা কোচিং সেন্টার হোক।তাহলে যাদের ক্রিকেটের প্রতি আগ্রহ তারা সেখানে শিখতে পারবে।গ্রামের অনেক প্রতিভা থাকা সত্ত্বেও প্রশিক্ষণের অভাবে ভালো জায়গায় পৌঁছতে পারছে না বা ভালো ক্রিকেটার হতে পারছে না।