শিলিগুড়ি,৩০ সেপ্টেম্বরঃ শচীন রমেশ তেন্ডুলকার ওয়েলফেয়ার ফাউন্ডেশনের তরফে আগামী ২ অক্টোবর থেকে চারমাস ব্যাপী ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে।শিলিগুড়ি হিন্দি হাইস্কুলের মাঠে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার শিলিগুড়ি জার্নালিস্টস ক্লাবে সাংবাদিক বৈঠক করেন সংস্থার সদস্যরা।সংস্থার সভাপতি মনিষ টিবরেওয়াল বলেন, মহাত্মা গান্ধীর জন্মদিন উপলক্ষে হিন্দি হাইস্কুলের মাঠে শচীন রমেশ তেন্ডুলকার স্টিচ বল চ্যাম্পিয়নশিপ শুরু হবে।এই টুর্নামেন্টে ১৪টি টিম অংশগ্রহণ করবে।চার মাস ধরে প্রত্যেক সপ্তাহে ২০ ওভার করে খেলা হবে।এই খেলা ২অক্টোবর সকাল ৯টা থেকে শুরু হবে।