শিলিগুড়ি, ১৮ সেপ্টেম্বরঃ রোগী পরিষেবায় আরও একধাপ এগোলো মহারাজা অগ্রসেন হাসপাতাল।চালু হল ক্রিটিক্যাল কেয়ার অ্যাম্বুলেন্স পরিষেবা।
জানা গিয়েছে, হৃদ রোগীদের সুবিধার্থে ফুলবাড়ি মহারাজা অগ্রসেন হাসপাতাল চালু করলো এই ক্রিটিক্যাল কেয়ার অ্যাম্বুলেন্স।শনিবার এই অ্যাম্বুলেন্সের উদ্বোধন করেন শিলিগুড়ির পুলিশ কমিশনার গৌরব শর্মা এবং অ্যাম্বুলেন্স দাত্রী শ্রীমতি সুলোচনা মানসী।
হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়, আজ থেকেই স্বল্প খরচে মানুষের সেবায় ব্যবহার হবে এই অ্যাম্বুলেন্স।এই প্রথম তাদের হাসপাতাল রোগী অসুবিধের কথা চিন্তা করে এই অ্যাম্বুলেন্স সুবিধা চালু করা হল।সমাজসেবী সুলোচনা মানসীর সাহায্যেই এটা সম্ভব হয়েছে।
হাসপাতালের চেয়ারম্যান অজয় ধনোটিওয়ালা জানান,এই পরিষেবা চালু করায় এখন থেকে ক্রিটিক্যাল রোগীদের অন্যত্র স্থানান্তরিত করতে সুবিধা হবে।