শিলিগুড়ি, ১৭ সেপ্টেম্বরঃ ওষুধের দোকানে পাকা বিল চাওয়ায় অবসরপ্রাপ্ত সিআরপিএফ জওয়ানকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে দোকানের মালিক ও কর্মচারীর বিরুদ্ধে।ঘটনায় গ্রেফতার দোকানের মালিক ও কর্মচারী।ধৃতদের নাম কাঞ্চন চক্রবর্তী এবং সৌরভ সাহা।
জানা গিয়েছে, হুগলীর বাসিন্দা অবসরপ্রাপ্ত সিআরপিএফ জওয়ান স্বপন ঘোষ তাঁর স্ত্রী ও সন্তানকে নিয়ে শিলিগুড়ির দেশবন্ধু পাড়ায় থাকেন।গত ২০ আগস্ট তাঁর শাশুড়ি সহ বড় ছেলেকে গোপাল মোড়ের কাছে কল্যাণ মেডিক্যাল হল নামে একটি ওষুধের দোকানে ডাক্তার দেখানোর জন্য পাঠান।সেখানে তাঁর শাশুড়িকে স্যালাইন ও ওষুধ দেওয়া হলে তাদের সাধারণ বিল ধরিয়ে দেওয়া হয়।এরপর স্বপন ঘোষ তাঁর ছেলেকে নিয়ে সেই দোকানে পৌঁছে ওষুধের পাকা বিল চান।তবে তা দিতে অস্বীকার করে দোকান মালিক।
এই নিয়ে দুই পক্ষের মধ্যে বচসা হয়।অভিযোগ, এরপর দোকানের পেছনে গোডাউনে ডেকে স্বপন ঘোষকে মারধর করা হয়।কাঁধের হাড় ভেঙে যায়, মুখে আঘাত করে দাঁত ভেঙে দেওয়া হয় তার।ঘটনার পর গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিৎসা করার পর এই ঘটনা নিয়ে গত ১৫ সেপ্টেম্বর শিলিগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন স্বপন ঘোষ।সেই অভিযোগের ভিত্তিতে দোকানের মালিক কাঞ্চন চক্রবর্তী এবং কর্মচারী সৌরভ সাহাকে গ্রেফতার করে পুলিশ।আজ ধৃতদের শিলিগুড়ি আদালতে পেশ করা হয়।
send the both accused person into the jail for time
bastards are doing GUNDAGIRI in siliguri..
from where are they? Damn sure they are doing illegal medicine businesses in these area.And case should be illegal business and attam to murder the customer or victim.
no excuses and compromises
একদম ঠিক বলেছেন।শাস্তি চাই।