রাজগঞ্জ, ৭ আগস্টঃ বন্ধুনগর – কালিনগর পাকা রাস্তার মাঝে কালভার্টে ধস, ভেঙ্গে গিয়েছে অ্যাপ্রোচ রোড। বন্ধ হয়ে রয়েছে যাতায়াত, সমস্যায় বাসিন্দারা।
মঙ্গলবার রাতে রাজগঞ্জের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের বন্ধুনগর – কালিনগর গুরুত্বপূর্ণ পাকা রাস্তার মাঝে হারিয়ার বাড়ি এলাকার একটি কালভার্টের বেশকিছুটা অংশ ধসে পড়ে যায়।বিপদজনক অবস্থায় পড়ে রয়েছে সেই কালভার্টটি।যখন তখন ধসে পড়ে যেতে পারে সম্পূর্ণ কালভার্ট।আতঙ্কে রয়েছেন বাসিন্দারা।
স্থানীয়রা জানান, বন্ধুনগর থেকে কালিনগর যাওয়ার এই রাস্তাটি একটি গুরুত্বপূর্ণ রাস্তা। এই রাস্তা দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষ সহ গাড়ি যাতায়াত করে।মাসখানেক আগেও এই কালভার্টের কিছুটা অংশ ধসে ছিল,কিন্তু গতকাল রাতে এই রাস্তা সহ কালভার্টের অনেকটা অংশ ধসে পড়ে যায়।বন্ধ হয়ে পড়েছে যাতায়াত। এলাকার বহু মানুষকে অসুবিধায় পড়তে হচ্ছে। গাড়ি নিয়ে যাতায়াত তো দূরের কথা পথ চলতি মানুষও রাস্তা দিয়ে যেতে পারছে না। সম্পূর্ণ কালাভার্টি ধসে গিয়ে যে কোনসময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।তারা দ্রুত কালভার্ট তৈরি করার দাবি করেন।
এই বিষয়ে মাঝিয়ালী গ্রাম পঞ্চায়েতের প্রধান সুমিত দত্ত বলেন, কালভার্টটি প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক প্রকল্পে তৈরি করা হয়ছিল।বর্তমানে কালভার্ট মেরামত করতে প্রচুর টাকার প্রয়োজন।আমাদের গ্রাম পঞ্চায়েতের থেকে তৈরি করা সম্ভব নয়। এই বিষয়টি রাজগঞ্জের বিডিও এবং জলপাইগুড়ি জেলা পরিষদকে আগেই জানানো হয়েছে। আবার জানানো হবে। খুব শীঘ্রই যাতে মেরামত করা হয় সেই চেষ্টা করবো।