রাজগঞ্জ, ১৪ জুলাইঃ একটানা বৃষ্টির জেরে কালভার্ট ভেঙে জলবন্দী রাজগঞ্জের হুদুগছ গ্রামের বাসিন্দারা। গ্রামের দুদিকের কালভার্ট ভেঙে যাওয়ায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে গ্রামটি।
জানা গিয়েছে, রাজগঞ্জের মাঝিয়ালী গ্রাম পঞ্চায়েতের হুদুগছ সহ পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দাদের যাতায়াতের রাস্তা বৃষ্টির জলের চাপে ভেঙে গিয়েছে।বিশেষ করে হুদুগছ গ্রাম থেকে অন্য স্থানে যাওয়ার দুটি রাস্তার কালভার্ট ভেঙে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।যার জেরে প্রচুর বাড়ি জলবন্দী হয়ে পড়েছে।
বাসিন্দাদের দাবি, অবিলম্বে বাঁশের সাঁকো তৈরি করে চলাচলের যোগ্য করে তোলা হোক।বাঁশের সাঁকো তৈরি করা না হলে যাতায়াত করা সম্ভব হবে না।
খবর পেয়ে বিডিও অফিসের নির্দেশে মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধিরা শুকনো খাবার ও ত্রিপল নিয়ে হাজির হন এলাকায়।আপাতত যাতে যাতায়াতের বিকল্প ব্যবস্থা করা হয় সেই চেষ্টা চলছে।