শিলিগুড়ি, ২৭ ডিসেম্বরঃ চুরির ৬টি সাইকেল সহ একজনকে গ্রেফতার করলো শিলিগুড়ি থানার পুলিশ।ধৃতের নাম গোপাল মজুমদার।
সাহুডাঙ্গী গ্রাম পঞ্চায়েতের এক কর্মী কোন কাজের জন্য কলেজ পাড়ায় আসেন।সেইসময় তার সাইকেল চুরি হয়।ঘটনার পর শিলিগুড়ি থানায় অভিযোগ দায়ের করেন তিনি।সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে গোপন সূত্রের খবরের ভিত্তিতে গতকাল রাতে সাহুডাঙ্গী থেকে একজনকে গ্রেফতার করা হয়।তাকে জিজ্ঞাসাবাদ করে ঘর থেকে উদ্ধার হয় পঞ্চায়েত কর্মীর সাইকেল সহ মোট ৬টি সাইকেল।
আজ ধৃতকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে।গোটা ঘটনার তদন্তে পুলিশ।