বাগডোগরা,৪ জানুয়ারিঃ কাঠ পাচারের ছক বানচাল করল বনদপ্তর। বাগডোগরা রেঞ্জের বনকর্মীদের হাতে বিপুল পরিমাণ শাল কাঠ সহ গ্রেফতার এক পাচারকারী। ধৃতের নাম আখতার আলি।ধৃত ফাঁসিদেওয়ার লিচুপাখরির বাসিন্দা।
শিলিগুড়ির দার্জিলিং মোড় ও পাথরঘাটা এলাকায় নাকা তল্লাশি চালিয়ে একটি আলুবোঝাই পিকআপ ভ্যান ও চারচাকা গাড়ি আটক করে বনদপ্তর।গাড়িগুলি থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ শাল কাঠ।উদ্ধার শাল কাঠের বাজারমূল্য লক্ষাধিক টাকা বলে জানা গিয়েছে।
বাগডোগরা বনদপ্তরের রেঞ্জার সোনম ভুটিয়া জানান, সেবক থেকে বিহারের উদ্দেশ্যে কাঠ পাচারের ছক ছিল। আলুর বস্তার ভেতর থেকে এই কাঠ উদ্ধার হয়েছে। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।